সোমবার, ০৭ Jul ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সাভারে ৪ ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাভারে ৪ ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. আ. রাজ্জাক।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত চার ছাত্র হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার নাম মো. আ. রাজ্জাক (৫৩)। তিনি সাভার থানার মজিদপুর চৌরাস্তা এলাকার মো. আ. রহমানের ছেলে এবং সাভার পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সাভার মডেল থানা পুলিশের একটি টিম সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে মজিদপুর চৌরাস্তা এলাকা থেকে মো. আ. রাজ্জাককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার ছাত্র হত্যায় মামলা রয়েছে। রবিবার দুপুর তাকে আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com