মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার: জীবিকার তাগিদে মালয়েশিয়া পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার শিকার-নরসিংদী সদর এলাকার মোঃ ফখরুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তি। জানা যায় তিন মাসের মধ্যে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখান- নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা শওকত আলী ঘটক এর ছেলে, প্রতারক, মানব পাচারকারী, দুশ্চরিত্র, লম্পট, বখাটে ও নেশা সেবনকারী- মোঃ রমজান আলী (৩৮)। ভিকটিমকে মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দেয়।
বিবাদীর প্রস্তাবে বাদী মালয়েশিয়া যেতে সহমত পোষণ করলেও নগদ টাকা না থাকায় বাদী চার শতাংশ জমি যাহার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা মুল্যে জমি অবশেষে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি করতে কিছুটা বিলম্ব হলে,
বিবাদী ফের মালয়েশিয়া চলে যায় এবং তার নির্দেশক্রমে- গত: ৬ই মে ২০২৩ ইং বিকাল ৫ ঘটিকায় করিমপুর বাজারে সাক্ষী গণের উপস্থিতিতে বিবাদীর বন্ধু মোঃ রাজিব মিয়ার নিকট, বাদী ১ লক্ষ ৬০ হাজার টাকা হস্তান্তর করেন।
পরে বিবাদীর মনোনীত এজেন্সিতে বাদী পাসপোর্ট হস্তান্তর করে। বাদীকে মেডিকেল পরীক্ষা করলে সেখান আনফিট হলে, প্রায় তিন মাস পর দ্বিতীয় মেডিকেল পরীক্ষায় ফিট হয়, এতে বাদীর ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় হয়।
এরই দীর্ঘ সাত মাস পর বিবাদী, বাদীকে ফোন দিয়ে বলে আপনার ভিসা হয়েছে আপনি যত দ্রুত সম্ভব ২ লক্ষ টাকা ব্যবস্থা করে আমার বাবার নিকট হস্তান্তর করুন। বিবাদীর নির্দেশনায় গত: ২৮ই ডিসেম্বর ২০২৩ ইং সন্ধ্যা ৭:৩০ সময় বাদী ও তার মা মোছাঃ ঝরনা বেগম সহ বিবাদীর বাবা শওকত আলী ঘটক এর বাড়িতে ২ লক্ষ টাকা হস্তান্তর করেন।
বিবাদী গত ৬ মে ২০২৩ হতে এ পর্যন্ত মালয়েশিয়া নেয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন বাদীর সাথে প্রতারণা করে আসছে। অবশেষে বাদী জানতে পারে, বিবাদী এজেন্সিতে কোন প্রকার টাকা জমা না দিয়ে, বাদীর টাকায় নিজ এলাকায় বিবাদী নামে জমি ক্রয় করে।
ইতিমধ্যে, ৩১শে মে ২০২৪ ইং মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ হয়ে যাওয়ায় বিবাদী, বাদীকে অবৈধ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে প্রস্তাব দিলে বাদী তাহা অসম্মতি প্রকাশ করে। অবশেষে-৭ই জুলাই ২০২৪ ইং বাদী ও বিবাদীর এলাকার সাক্ষীগণ সহ গণ্যমান্য লোকদের নিয়ে বিবাদীর বাড়িতে হাজির হয়ে বাদীর টাকা ও পাসপোর্ট, ফিরিয়ে দিতে বললে, বিবাদীর বাবা মোঃ শওকত আলী ঘটক বাদীকে অকথ্য ভাষায় গালমন্দ করে মেরে ফেলার হুমকি দেয় এবং টাকা দিবে না বলে পাঁয়তারা করে,এই মর্মে বাদীর টাকা ও পাসপোর্ট, পুনরুদ্ধারের দাবিতে প্রতারক রমজান আলী ও তার বাবা শওকত আলী ঘটক এর বিরুদ্ধে নরসিংদী জজ কোর্টে- সি আর, ৪০৬/৪২০/৫০৬ দঃবিঃ মামলা করেন। ভুক্তভোগীর ৩ লক্ষ ৬০ হাজার সমুদয় টাকা ফেরত সহ এই প্রতারক ও মানব পাচারকারীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান ভুক্তভোগী পরিবার।