শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩ নভেম্বর) রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমির হোসেন চাঁদপুর জেলার সদর থানার বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ পাকার মাথা এলাকার আমিনুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাত বছরের ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন আমির হোসেন। ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গতকাল রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জানান, সাত বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণকারী যুবক আমির হোসেনকে আজ সোমবার (৪ নভেম্বর) সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।