শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
রাজিব হোসেন, শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২০ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তায় সর্বস্তরের জনগন ব্যানারে মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী ব্যাবসায়ীরা। উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিক সেন্টারের মালিকরা জানায়, গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি সেন্টারের মালিক এবং বিভিন্ন ব্যবসায়ীদের নামে চিঠি দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল তাদেরকে জানায় ডায়াগনস্টিক সেন্টার প্রতি ৫০ হাজার, প্যাথলজিস্ট মালিকদের ৩০ হাজার করে বিজয় দিবস উপলক্ষে টাকা দিতে হবে। বিষয়টি নিয়ে ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যবসায়ীরা ইউএনওর সাথে দেখা করেন এবং তাদের অনুরোধে ক্লিনিক প্রতি ৩০ হাজার এবং প্যাথলজির মালিকদের ১৫ হাজার টাকা নির্ধারণ করেন ইউএনও। ক্লিনিক মালিকরা ইউএনওর উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবালের কাছে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জমা দেন। রায়েন্দা বাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল হক বলেন, ফার্মেসী প্রতি এক হাজার টাকা করে ইউএনও’র অফিস সহকারী ইকবাল নির্ধারণ করে দেন কিন্তু তারা কিছু টাকা কম নিয়ে তার কাছে গেলে অফিস সহকারী বলেন স্যার যেভাবে বলেছে সেই ভাবে টাকা দিতে হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গায় বালি উত্তোলনকারী ড্রেজার মালিকরা জানায় তারাও ইউএনওকে চাঁদা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করার জন্য কারো কাছ থেকে জোর করে বা ধার্য করে চাঁদা আদায় করা হয়নি। স্বেচ্ছায় যে যা দিয়েছে সেটাই তার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন গ্রহণ করেছে। এ ব্যাপারে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান বলেন, তিনি বিষয়টি শুনেছেন খতিয়ে দেখে সত্যতা প্রমানিত হলে বিধিগত ব্যবস্থা নিবেন।