বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
মোঃ মোবারক হোসেন নাদিম: নরসিংদীর মনোহরদী উপজেলা একদুয়ারিয়া ইউনিয়নে এক বিশাল ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মনোহরদী উপজেলা একদুয়ারিয়া ইউনিয়ন ৭ নাং ওয়ার্ড পর্যায়ে গোখলা গ্রাম এক বিশাল ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট গোখলা একাদশ বনাম হিতাশী একাদশ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে হিতাশী একাদশ বিজয়ী হয়েছে।
উক্ত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নরসিংদী জেলা যুবদল এর সংগ্রামী সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক এবং মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মোবারক হোসেন নাদিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার। উদ্বোধন করেন শিহাব উদ্দিন চৌধুরী রানা, সভাপতি হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতিত্বে মোঃ ওমর ফারুক।
আরো উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোলেমান মিয়া, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম পাঠান, মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ অলি উল্লাহ, মোঃ বিদ্যুৎ, মোঃ শাহিন মিয়া, মোঃ কবির হোসেন , মোঃ মোখলেছুর রহমান প্রধান, মোঃ কাউছার মোল্লা, মোঃ আলামিন, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর প্রচার সম্পাদক মোঃ সোলেমান গাজী, মোঃ মামুন, মোঃ মোর্শেদ মিয়া সহ নেতাকর্মী বৃন্দ ও শত শত ক্রিকেট খেলা প্রিয় ভক্ত ও মহিলাগণের ব্যাপক উপস্থিতি মাধ্যমে সম্পন্ন হয়েছে।