শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিরাপত্তাজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত নওগাঁয় মোবাইল ও সাইকেল চুরির অপবাদে ইটভাটার এক শ্রমিককে মাথা ন্যাড়াকরে নির্যাতন রাজশাহী জেলা বাগমারা উপজেলা এক নম্বর গোবিন্দ পাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় এবং ভিডিও প্রদর্শনী অমর একুশে ফেব্রুয়ারি আজ অপারেশন ডেভিল হান্টের ১২ দিনে সারা দেশে গ্রেপ্তার ৬ হাজার ৩৫৭ বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক, যুক্তরাজ্য এবং আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফুর নেতৃত্বে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের নির্দেশেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে রমরমা কোচিং বানিজ্য ঢাকায় পোস্টার-ব্যানার লাগালেই জরিমানা ১৫ দিনে এলো ১৩১ কোটি ২২ লাখ ডলার নরসিংদীর মনোহরদীতে মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার
অপারেশন ডেভিল হান্টের ১২ দিনে সারা দেশে গ্রেপ্তার ৬ হাজার ৩৫৭

অপারেশন ডেভিল হান্টের ১২ দিনে সারা দেশে গ্রেপ্তার ৬ হাজার ৩৫৭

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাস দমন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে বিশেষ এ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। ওইদিন দিন থেকে ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে মোট ৬ হাজার ৩৫৭ জন গ্রেপ্তার হয়েছেন বিশেষ এ অভিযানে।

এর মধ্যে পুলিশ সদর দপ্তরের সবশেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, সারা দেশে ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই সময়ে এ বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫১ জনকে।

এদিকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে। এগুলোর মধ্যে আছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের জং ধরা ছুরি ও একটি স্টিলের কিরিচ।

এর আগের ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৫০৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদর দপ্তর। এ সময় অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ১৪১ জনকে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় স্থানীয় বাসিন্দারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম ওইদিনের ঘটনার ব্যাপারে জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়।

এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com