বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে ৪ দিন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে
গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা

গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানে স্পা সেন্টারের আড়ালে চলছে। কিছুদিন আগে অভিযান পরিচালনা করে অসংখ্য পতিতা-খদ্দর গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাহিরে ছিলো দেহ ব্যবসায়ী শাহ আলম ও পতিতাদের দালাল কথিত সাংবাদিক পরিচয়দানকারী আলাউদ্দিন।
অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কম বয়সী তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে, আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছে। মাদক সেবন, ব্ল্যাকমেইল ও অন্যান্য অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে এসব স্পা সেন্টার, যেগুলো দিনে দিনে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
এসব অভিযোগের অনুসন্ধানে গেলে সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দিচ্ছে হুমকি-ধামকি দিচ্ছেন কথিত এক সাংবাদিক পরিচয় দানকারী আলাউদ্দিন ০১৭৪৮৮৯১০১৯ নাম্বার থেকে ফোন দিয়ে হুমকির সৌরভ বলেন যে সকলকে ম্যানেজ করেই এই ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। আপনাদের মতো সাংবাদিকদের এখানে কিছুই কাজ নাই।
স্পা সেন্টারের এই তালিকায় শীর্ষে রয়েছে শাহ আলম নামে এক প্রভাবশালী দেহ ব্যবসায়ীর নাম, যিনি রাজধানীর গুলশান-০১ এলাকার রবি টাওয়ার সংলগ্ন একটি ভবনের এনসিসি ব্যাংকের উপরের তলায় একটি স্পা সেন্টারের আড়ালে দেহ-ব্যবসা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সাথে সহযোগী হিসেবে রেখেছেন চিহ্নিত পতিতাদের দালাল সাংবাদিক পরিচয় দানকারী আলাউদ্দিনকে। তাদের স্পা সেন্টারে অত্যাধুনিক নজরদারি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থার আড়ালে এখানে পরিচালিত হয় গোপন কর্মকাণ্ড। স্কুল-কলেজপড়ুয়া তরুণীদের আনাগোনা, রঙিন আলোয় সজ্জিত পরিবেশ ও সিসিটিভির মাধ্যমে বাইরের নজরদারি এসব অভিযোগকে আরও জোরালো করে তোলে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রাতারাতি আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় স্পার আড়ালে পতিতাবৃত্তির মতো গর্হিত কাজ পরিচালনা করছেন শাহ আলম ও তার সহযোগীরা। এর পাশাপাশি রয়েছে মাদক সরবরাহ ও ব্ল্যাকমেইলের অভিযোগও।
সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন থেকে বিউটি পার্লার বা ব্যায়ামাগারের লাইসেন্স নিয়ে বাস্তবে চলছে ভিন্নধর্মী ব্যবসা। গুলশান-বনানী এলাকায় গড়ে উঠেছে এমন অনেক স্পা সেন্টার, যেগুলোর বিরুদ্ধে মাদক বিক্রি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার বিজ্ঞাপন, স্বল্প পোশাকে তরুণীদের ছবি, এবং প্রলোভনমূলক অফারের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করা হচ্ছে। এরপর এসব কর্মকাণ্ড গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্র বলছে, নিয়মিত মাসোয়ারার মাধ্যমে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় শাহ আলম তার ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। আইন প্রয়োগকারী সংস্থার নীরবতা প্রশ্নবিদ্ধ করে তুলেছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি-ধামকি দেওয়া হয়। ভবনের আশপাশে সবসময় থাকে শাহ আলমের লোকজন। স্পা সেন্টারের ভেতরে রয়েছে ছোট ছোট কেবিন, যেখানে ঘটে এসব অনৈতিক কাজ। উঠতি বয়সী স্কুল-কলেজের ছাত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এখানে নিয়মিত যাতায়াত করে বলে অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্পার নামে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কেবল সামাজিক অবক্ষয়ই ডেকে আনছে না, বরং যুব সমাজকে বিপথেও ঠেলে দিচ্ছে। অনতিবিলম্বে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com