শুক্রবার, ২৫ Jul ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
ডেস্ক নিউজ:
বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোশাক সংক্রান্ত নির্দেশনা নিয়ে আলোচনা-সমালোচনার মুখে গভর্নরের নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন বিভাগীয় সভায় কর্মীদের পোশাক নিয়ে একটি পরামর্শমূলক আলোচনা হয়। সেখানে নারী কর্মীদের জন্য শালীন পোশাক, যেমন সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরার সুপারিশ করা হয়। এছাড়া অতিরিক্ত কারুকার্যপূর্ণ, আঁটসাঁট বা অফিসের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করার কথাও বলা হয়।
তবে বিষয়টি নিয়ে গতকাল সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, এমন নির্দেশনা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।
গতকাল যে সার্কুলারটি জারি করা হয়েছিল, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে আরও একটি বিবৃতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, এটি পরামর্শমূলক সার্কুলার ছিল। নারী সহকর্মীদের বোরকা ও হিজাব পরিধানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা আরোপ করা হয়নি।
এই পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার সরাসরি নির্দেশে তাৎক্ষণিকভাবে এই সার্কুলার প্রত্যাহার করে নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসের অভ্যন্তরীণ পরিবেশে সৌহার্দ্য ও পেশাদারিত্ব বজায় রাখতে ভবিষ্যতে আরও পরিমিত ও সংবেদনশীলভাবে যেকোনো উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে, এই ধরনের আলোচনার ফলে কর্মীদের পোশাক পরিধানের স্বাধীনতা খর্ব করা হবে না।