রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮ শ্রীবরদীতে মেধাবী শিক্ষার্থী সুবর্ণার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুড়িগ্রামে বসতবাড়ির পিছনের গাছ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার প্রশিক্ষা ধরণীগঞ্জ শাখার কিস্তি অফিসার আজম ইসলামের অনৈতিক প্রস্তাব: ভুক্তভোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়েছে অনলাইনে চাকরি ও ব্যবসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ শ্রীনগরে সার্চওয়ারেন্টে সেলিনা আক্তারের মালামাল জব্দ লক্ষীচাপ বল্লমপাঠে ফুটবল প্রীতি ম্যাচ: যুব সমাজকে মাদকমুক্ত রাখার উদ্যোগ সাংবাদিক হত্যা ও নির্যাতনের নিন্দা : ঢাকা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদ ও বিচারের দাবি মাদক-চাঁদাবাজি থেকে খুনী: ঢাকার ‘লেডি ডন’ গ্রেপ্তার
ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮

ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ১১ হাজার ৩২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একইসময়ে ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৭৬৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ৯৬৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫১৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা ও ৩২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগ ১ হাজার ৬৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭২৫টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একইসময়ে ডিএমপির গুলশান বিভাগ ১ হাজার ৩৪৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৪০টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লাখ ৯ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।।

আতাউল হক আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৮৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫০৫টি মামলা রুজু করে। তাদেরকে ২ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির মিরপুর বিভাগ ২ হাজার ৭৬২ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১ হাজার ২৬৭টি মামলা রুজু করে। তাদেরকে ১১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়া ডিএমপির উত্তরা বিভাগ ১ হাজার ৮৯৭ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮৮৮টি মামলা রুজু করে। তাদেরকে ৮ লাখ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা ও ৮১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একইসময়ে ডিএমপির রমনা বিভাগ ১ হাজার ৩৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৩৭টি মামলা রুজু করে এবং তাদেরকে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ও ২৭৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com