কুমিল্লার দেবিদ্বারে ১ লক্ষ ৪২ হাজার শিশুকে এবার টাইফয়েডের টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ১০ হাজার শিশু টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, বাকীদেরও দ্রুত রেজিস্ট্রেশন করা হবে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন।
আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান, সমকাল ও কুমিল্লার জমিন প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, রাসেল আহমেদ, এম. জে. মামুন, আব্দুল আলীম ও স্বাস্থ্য সহকারী মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন ডা. সাদাত ইরতিসাম।
কর্মশালায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৮ হাজার জন টাইফয়েডে মারা যান। এ পরিস্থিতি মোকাবেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
যেসব শিশুর জন্মনিবন্ধন নেই তারা কীভাবে টাইফয়েডের টিকা পাবে- জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান বলেন, অনলাইনে টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশনের সময় শিশুর জন্মনিবন্ধন নম্বর দিতে হয়। তবে অনেক শিশুর জন্মনিবন্ধন নেই। তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। এমন শিশুরা টিকাদান কেন্দ্র এবং স্কুলে গিয়ে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।