মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার কমপ্লেক্সের টাওয়ার-৩ এর একটি রেস্টুরেন্টে শনিবার (১ নভেম্বর) ভোরে আগুন লেগেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার ও রেসকিউ বিভাগের সদর কর্মকর্তা মো: হাফিজান হাসান জানিয়েছেন, সকাল ৬:৪১ টায় উদ্ধার বাহিনীকে খবর দেওয়া হয়। তিনটি ফায়ার স্টেশন থেকে ৩৫ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন দমাতে সক্ষম হন।
তদন্তের জন্য রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে। আগুন লেগেছিল রেস্টুরেন্ট বন্ধ থাকার সময়, তাই কোনো কর্মচারী বা গ্রাহক সেখানে উপস্থিত ছিলেন না।
ঘটনার কারণে টাওয়ার ৩‑এর আশপাশের এলাকা কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হয়। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে।