বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত: জানমালের নিরাপত্তা বিঘ্ন গভীর রাতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক বীমা কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে এসবিসি কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি হাসিনার বাংলাদেশে ঢোকার খবর, বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবিতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী সমুদ্র এলাকায় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার উপকূলীয় শহর লাংকাবির কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সমুদ্র পুলিশ জানায়, উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অপরদিকে থাই কর্তৃপক্ষ উদ্ধার করেছে আরও ৪ জনের মরদেহ। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই রোহিঙ্গা মুসলিম এবং দু’জন বাংলাদেশি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটি দুই সপ্তাহ আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে যাত্রা শুরু করে। পথে কিছু যাত্রী অন্য এক নৌকায় স্থানান্তরিত হয়েছিলেন। পরে এই নৌকাটি মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি এসে উল্টে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছর নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ১০০ রোহিঙ্গা সমুদ্রপথে পালিয়ে গেছেন। এদের মধ্যে ৬০০ জনেরও বেশি এখনো নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি নিপীড়িত সংখ্যালঘু গোষ্ঠী। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানের পর লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশসহ প্রতিবেশী দেশে আশ্রয় নেয়। এরপর থেকেই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছাতে তারা প্রায়ই জীবনঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, থাইল্যান্ড ও মালয়েশিয়া যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। সমুদ্রে ও আকাশে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করছে, রোহিঙ্গাদের জন্য নিরাপদ আশ্রয় ও বৈধ অভিবাসনপথ না থাকায় তারা মৃত্যুঝুঁকি নিয়েই বিপজ্জনক সমুদ্রযাত্রায় বাধ্য হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com