আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর-৩ (সিংড়া) আসনে জোরদার হয়েছে নির্বাচনী হাওয়া। মাঠে নেমেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতী রুহুল আমিন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও শোভাযাত্রা পরিচালনা করেন।
বিকেল সাড়ে ৪টায় বিয়াশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিয়াশ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং আশপাশের গ্রামাঞ্চল ঘুরে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করে। গণসংযোগ চলাকালে তিনি বাজারের দোকান, ঘরবাড়ি, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মুফতী রুহুল আমিন বলেন,দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের ভালোবাসা ও দোয়া—এটাই আমার শক্তি এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
গণসংযোগে উপস্থিত ছিলেন—উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর মজলিসের সভাপতি মুফতী শারফুল ইসলাম, পৌর যুব মজলিসের সভাপতি মাওলানা রহমতুল্লাহ, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মুফতী আতিকুর রহমান,সেক্রেটারি মাওলানা সোহেল রানা,সহ-সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান সুমন, মাওলানা ইয়াছিন, মাওলানা বেলালুর রহমান, মুফতী নাজমুল করিম, আলহাজ আব্দুল মতিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগ ও শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা রিকশা প্রতীকের পক্ষে শক্তিশালী গণজোয়ারের ইঙ্গিত দেয়।