ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরায় বুধবার (১১ ডিসেম্বর) সকালে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তার গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নিয়ে তাকে ফুল ও শুভেচ্ছায় বরণ করে নেন।
গণসংযোগে অংশ নেন তালসার কলেজের প্রভাষক ও পৌর জামায়াতের মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মাওলানা নজির আহমদ, ১নং ওয়ার্ড আমীর মাওলানা সহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড আমীর নুরুল ইসলাম, সাহাবুদ্দিন লাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা দোকানপাট, বাজার ও সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সমর্থন চান।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আজ নতুন এক পরীক্ষার স্বাধীনতা অর্জন করেছে। জনগণ এখন আরও সচেতন এবং অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এ পরিবর্তনের ধারাকে সামনে এগিয়ে নিতে আমাদের ঐক্য প্রয়োজন।”
তিনি অতীতের রাজনৈতিক শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, “দীর্ঘ সময়ের শাসনে এমন সব ব্যর্থতা ও অন্যায় রেখে গেছে বিভিন্ন সরকার, যার প্রভাব আজও জনগণ ভোগ করছে। এখন দেশের মানুষের ভিতরে পরিবর্তনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই পরিবর্তনের পথ ধরেই বাংলাদেশ জামায়াত ইসলামী সামনে এগিয়ে যাবে।”
গণসংযোগ চলাকালে প্রতিটি দোকান ও বাড়িতে গিয়ে তিনি ভোটারদের সমর্থন চান। নেতা-কর্মীদেরকে ঘরে ঘরে গিয়ে প্রচারণা আরও জোরদার করার নির্দেশনা দেন।
অধ্যাপক মতিয়ার রহমান বলেন,“জনগণ আমাকে ভোট দিলে তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করব। ক্ষমতায় গেলে এক টাকাও দুর্নীতি করব না, স্বজনপ্রীতি করব না এবং কোনোভাবে ক্ষমতার অপব্যবহার হতে দেব না—এটাই আমার অঙ্গীকার।”
স্থানীয় বাসিন্দারা জানান,অধ্যাপক মতিয়ার রহমান এলাকার একজন শিক্ষিত, শান্ত-স্বভাবের ও পরিচ্ছন্ন চরিত্রের মানুষ। অনেকে তার প্রতি আস্থা প্রকাশ করে আসন্ন নির্বাচনে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।