বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চার দিনে গ্রেপ্তার ২৪৩৩ গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মহান বিজয় দিবস উপলক্ষে DYDF বরিশাল জেলা শাখার শ্রদ্ধা নিবেদন কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন কুড়িগ্রামে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা পুলিশ সুপার মহোদয়ের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১২ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের হালিশহর সাগরপার সানসেট পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও আলোর ছোঁয়া মানবকল্যাণ সোসাইটির চেয়ারম্যান, দৈনিক বাংলা ভূমি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামাল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার সম্পাদক শেখ মোস্তাফিজুল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সমাজে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মিজান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, সদস্য মোহাম্মদ আসিফ, মুরাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
দিনব্যাপী এই আয়োজনের মধ্য ছিলো জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনা সভা, ক্রেস্ট বিতরন ও কেক কাটাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com