সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরটি প্রযুক্তি নির্ভর করতে চায় বিসিবি। প্রথমবারের মতো ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার চিন্তাভাবনা চলছে। সেইসঙ্গে থাকছে উন্নত সব প্রযুক্তি। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিল এবং টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস এমনটাই জানালেন।
আজ পল্টন ময়দানে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে জালাল ইউনুস বলেন, ‘আমরাও চাই বিপিএলে ব্রডকাস্টিং কোয়ালিটি ভালো হোক। যত বেশি ক্যামেরা ব্যবহার করা যায়, প্রচারের মান ততই ভাল হবে। আমরা সেভাবেই চাই। আমাদের আশা আছে, সামনে আরও একটু ঝলমলে করতে চাচ্ছি।’
একইসঙ্গে আরও প্রযুক্তির কথা বললেন জালাল ইউনুস, ‘এবার এলইডি উইকেট ব্যবহার করতে চাচ্ছি। যদি পারা যায়, স্পাইডার ক্যামেরা নিয়েও চিন্তা করছি। আগে রিভিউ নেওয়া হতো না। সামনে এটা নেওয়ার সুযোগ থাকবে। রিভিউ নিতে হলে ক্যামেরা বাড়াতে হবে। স্লো মোশন ক্যামেরা বাড়াতে অতিরিক্ত ব্যয় হবে। সেটি করতেও আমরা রাজি।’
কদিন আগেই বিপিএলের ৬ষ্ঠ আসর নিয়ে কিছু পরিবর্তনের কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ব্যাপক সমালোচিত হওয়া পাঁচ বিদেশি খেলানোর জায়গা থেকে সরে এসেছে বিসিবি। এবার থেকে একাদশে চার বিদেশি খেলাতে পারবে দলগুলো। সেইসঙ্গে প্রতিটি দল এবার ৪ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। আইকন বা ‘এ’ প্লাস ক্যাটেগরির ক্রিকেটারদেরও ধরে রাখা যাবে। আগামী আসরটি অক্টোবরে আয়োজনের চিন্তাও আছে বিসিবির।