বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

বেঁচে আছেন সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান! (ভিডিও)

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৪৭৮

ভিশন বাংলা ডেস্কগত ২১ এপ্রিল থেকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দেখা মিলছে না। এর ফলে, ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন তিনি। কিন্তু দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবারের ওই মন্ত্রিসভার বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ করেছে।

এসপিএ বলছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু ইস্যুতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এদিকে, সৌদি আরবের আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ বিন সালমান। কিন্তু গত এক মাস তিনি কোথায়-কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, সৌদি রাজপ্রাসাদের কাছে গত ২১ এপ্রিল গোলাগুলির আওয়াজ শোনা গেছে। এরপর থেকে গত এক মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। কিছু মিডিয়া দাবি করেছিল, তিনি ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com