শনিবার, ০৫ Jul ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথা ও বুকে গুলি লাগে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ফরহাদ হোসেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। জুমার নামাজ পরে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।