বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, ইন্দোনেশিয়ায়। দেশটির দক্ষিণ সোলাওয়েসির উত্তর তারোজায় মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে কফিনের নিচে চাপা পড়ে মারা গেছেন তার ছেলে। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয় যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ইন্দোনেশিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানকে বলা হয় লাক্কেয়ান। এই ঐতিহ্যবাহী শেষকৃত্য অনুষ্ঠানে মানুষের মৃতদেহকে কফিনে করে একটি কাঠের ঘরে সংরক্ষণ করে রাখা হয়। সেই কাঠের ঘরে মৃত এক নারীকে নিয়ে যাচ্ছিলেন শববাহকরা। শববাহকদের মধ্যে নারীটির সন্তানও ছিলেন। তার নাম কুনদুরুয়া বলে জানা গেছে।
মায়ের সেই শেষকৃত্যের সময় শববাহকদের হাত থেকে কফিন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান কুনদুরুয়া। কফিন তুলতে গিয়ে বাঁশ দিয়ে বানানো সিঁড়ি ভেঙে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এই লোক। তাকে তার মায়ের পাশেই সমাহিত করা হয়েছে।