বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৫০৯

নিউজ ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সংস্থা ‘কপট ও স্বার্থপর’। মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি এই ঘোষণা দেন। এদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মানবাধিকারের অগ্রসর বাধাগ্রস্ত করবে বলে মানবাধিকার কর্মীরা মনে করছেন।

যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ধারাবাহিকভাবে ইসরায়েল বিরোধী। সংস্থাটির সংস্কার সম্ভব নয়।

সংস্থাটিকে সংস্কারে মার্কিন প্রচেষ্টা ব্যাহত করার জন্য রাশিয়া, চীন, কিউবা ও মিশরের সমালোচনা করেন নিকি হ্যালি।

প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি সংস্থা থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে দেশটি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায়।

সূত্র: আল-জাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com