শনিবার, ০৩ Jun ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের সেনপাড়ায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। বুধবার মধ্যরাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনপাড়া পর্ব্বতার সাততারা মসজিদের পাশ থেকে হাতবাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই যুবককে হাত বেঁধে ওই এলাকার কোনো ভবনের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।