সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় লাগেজে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

আশুলিয়ায় লাগেজে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ২২ বছর। দুর্বৃত্তরা ওই নারীকে গলা টিপে হত্যা করে লাশ লাগেজে ভরে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। আজ শুক্রবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী থেকে লাশটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাশবাড়ী হাবিব সিএনজি স্টেশনে পাশে লাগেজে ভেতর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব মিয়ার (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মোসলে উদ্দিনের ছেলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com