বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

মংলায় নৌকা ও হরিনের মাথাসহ ১০ কেজি মাংস উদ্ধার

মংলায় নৌকা ও হরিনের মাথাসহ ১০ কেজি মাংস উদ্ধার

মংলা প্রতিনিধি: মংলায় সমুন্দরবন থেকে পাচার হওয়ার সময় ১০ কোজি হরিনের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বনের মৃগামারী সাইনবোর্ড এলাকা থেকে একটি নোৗকাসহ হরিনের মাথা ও পাঁসহ এ মাংস উদ্ধার করা হয়েছে। তবে এর সাথে সংশ্লিষ্ট দু’জনের নাম ঠিকানা পাওয়া গেলেও ওই সময় তাদের আটক করা সম্ভব হয়নী।
পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির জানায়, একদল চোরা শিকারীরা বনের মধ্যে গিয়ে ফাদঁপেতে হরিন শিকার করছে এমন গোপন সংবাদ পেয়ে মৃগামারী ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। চাদঁপাই ষ্টেশন রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির, ষ্টেশন কর্মকর্তা মোঃ কামরুল আহসানসহ একদল বনরক্ষি অভিযানে গিয়ে একটি নৌকায় হরিন শিকার করে তার মাথা,পাঁ ও মাংস নিয়ে যাচ্ছিল। এ সময় নৌকাটিতে চ্যালেঞ্জ করলে হরিনের মাংসসহ নৌকা ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে প্রায় ১০ কেজি হরিনের মাংস একটি হরিনের মাথা ও পাঁ উদ্ধার করা হয়। যারা বনের ভিতর থেকে ফাদঁ পেতে হরিন শিকার করছে এবং নৌকা ফেলে রেখে পালিয়েছে তাদের দু’জনের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে বলে জানায় এ রেঞ্জ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com