সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: সিদ্ধিরগঞ্জে স্কুলড্রেস পরা দুর্বৃত্তের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি গাড়ীতে এ হামলা করে শিক্ষার্থীর পোশাক পরা কয়েকজন দুর্বৃত্ত।
জানা গেছে, রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে রোববারও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সকাল থেকে তারা বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্সসহ চেক করতে থাকে। একই সময় শিক্ষার্থীরা মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোকে শৃঙ্খলভাবে চলাচল করতে বলে।
ঢাকা থেকে আসা ডেমরা থানার পুলিশ পিকআপ ভ্যান শিমরাইল মোড় হয়ে ডেমরা থানায় যাওয়ার সময় মাদানীনগর এলাকায় এলে একদল দুর্বৃত্ত পুলিশের কাগজ পরীক্ষা করে। এসময় কাগজপত্র সরবরাহ করলেও হঠাৎ করে তারা ওই ভ্যানে হামলা করে গ্লাস ভাংচুর করেছে বলে জানিয়েছেন পিকআপ ভ্যানের ড্রাইভার কনস্টেবল সুনীল।
দুর্বৃত্তরা ওই পুলিশ ভ্যানের কনস্টেবল সুনীল এবং ফরহাদকে লাঠি দিয়ে আঘাত করে জখম করে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পাইনি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু। তিনি বলেন, স্কুলছাত্রদের পোশাক পরে বহিরাগতরা এ হামলা চালিয়েছে।