রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মংলায় এক স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত যুবক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

ফিরোজ আহম্মেদ, মোংলা প্রতিনিধি: মংলায় স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত বখাটে এক যুবক। গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে শহরের আনসার ক্লাব এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাগর (২৫) একই এলাকার মোঃ আউয়াল’র ছেলে রাকিব হোসেন (১৬) কোন কিছু না বলেই হঠাৎ গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ধারালো (দা) অস্ত্রের আঘাতে রাকিবের মাথা ও হাতে মারাত্মক জখম হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাকিব টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। ঘটনার পর থেকে হামলাকারী সাগর গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা বলেন, সাগর দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদকের (ইয়াবা, গাজা) ব্যবসা করে আসছিল। এছাড়া বন্দরের আগত বিভিন্ন ধরণের নৌযান থেকে তেল পাচারের একটি সিন্ডিকেটও রয়েছে সাগরের। অবৈধ ব্যবসা ও অর্থের দাপটে সাগর এলাকায় প্রায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে স্কুল ছাত্র রাকিবের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন তার সহপাঠীরা। এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার বিষয়টি তিনি জেনেছেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া মাত্রই হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com