অান্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি ইন্দো-পাক সম্পর্কের উন্নতিতে বাজপেয়ীর উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করেন।
বৃহস্পতিবার এক শোকবার্তায় ইমরান খান বলেন, ‘ইন্দো-পাক সম্পর্কের উন্নতিতে অটল বিহারী বাজপেয়ীর অবদান অবিস্মরণীয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই সম্পর্কের উন্নতির দায়িত্ব নিয়েছিলেন তিনি।’
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর জানায় দিল্লির এইমস হাসপাতাল। এরপরই প্রিয় নেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। বাজপেয়ীর মৃত্যুতে এক যুগের অবসান হল বলে জানান রাজনৈতিক নেতারা।
এদিকে এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদি সরকার।