বুধবার, ১৬ Jul ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
বাড়িতে টয়লেট বানিয়ে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

বাড়িতে টয়লেট বানিয়ে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেক্স: বাড়িতে টয়লেট বসানোর অনুরোধ জানানো হলেও, পরিবার রাজি হয়নি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ১৬ বছরের এক কিশোরী। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফিরোজাবাদে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নাম হেমা যাদব। একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। শিকোহাবাদ শহরের শিবনগর এলাকায় তার বাড়িতে টয়লেট তৈরির আকুতি জানিয়েছিল সে। বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারার অভ্যাস ওই এলাকার বাসিন্দাদের।

পরিবারের কথায়, বাড়ির চারপাশে বেশিরভাগ সময়টাই পানি জমে থাকে। এছাড়া প্রাতঃকর্ম সারতে বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে যেতে হত। এত দূরে ও খোলা জায়গায় কাজ সারতে ওই ছাত্রীর লজ্জাবোধ হত। এ নিয়ে মা মঞ্জু দেবীকে বারবার অনুরোধ করলেও পরিবার তরফে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। অভিমানে ও লজ্জায় সে আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে এসপি মহেন্দ্র সিং।

কিশোরীর মা জানায়, বাড়িতে টয়লেট বসানোর জন্য বহুবার সে অনুরোধ করেছিল। কিন্তু বাড়িতে বাথরুম তৈরি করে সেটি ব্যবহার করার চাইতে, জমিতে যাওয়াটাই বেশি প্রাধান্য দেয়া হয়েছিল। আর সেখানেই আপত্তি ছিল মেয়ের।

পুলিশ জানিয়েছে, বাড়ির কাজের জন্য বাইরে গিয়েছিলেন কিশোরীর মা। বাড়িতে একাই ছিলেন ওই কিশোরী। বেশ কিছুক্ষণ পর বাড়িতে এসে ডাকাডাকি করা সত্ত্বেও কোনও সাড়া না মিললে, প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে দেখেন, মেয়ে সিলিং-এ গলায় দড়ি দিয়ে ঝুলছে। ঘটনার পর পুলিশ বা়ড়িতে পৌঁছায় ও জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়।

সূত্র: এই সময়

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com