বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়ক ফোর লেন প্রকল্পে কিছু সমস্যা হয়েছে। চীন এ প্রকল্পকে ব্লাক লিস্টে দিয়েছে। চীন অর্থায়ন করবে না। তাই এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার (১৫ জানুয়ারি) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনাকে সামনে রেখে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০১৮’ উপলেক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের নিজস্ব সম্পদ বাড়ছে। আমাদের নিজস্ব টাকায় পদ্মাসেতুর মতো প্রকল্প বাস্তবায়ন করছি। যেহুতু ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেনে চীনা অর্থায়নে সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের টাকায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
বর্তমানে মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলার। ১ হাজার ২৪০ ডলার যদি তিন বছর স্থায়ী হয় তবে বৈদেশিক ঋণ বাড়বে। সেই ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের বাড়তি সুদ দিতে হবে। এই ঋণ পরিশোধে বাংলাদেশ সক্ষম কি? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এক্সট্রা লোন, ইটস নট অ্যা বার্ডেন। প্রতিদিন বাংলাদেশের নিজস্ব সম্পদ বাড়ছে। নিজেদের টাকায় বাংলাদেশ পদ্মাসেতুসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করছে।’
মুহিত বলেন, ‘দেশের উন্নয়নে বিনিয়োগের ওপর জোর দিতে হবে। কারণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সিরিয়াস প্রবলেম ফাইন্যান্স।’
আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন ফোরামের আয়োজন করা হবে। ফোরামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে উপস্থিত থাকবেন- ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) মহাপরিচালক সুলেইমান জাসির আল-হার্বিশ, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাং, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিনরু মাসুজিমা প্রমুখ।