মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল
ভারতে বন্ধ হলো ৮৫৭টি পর্নসাইট

ভারতে বন্ধ হলো ৮৫৭টি পর্নসাইট

ভিশন বাংলা ডেস্কঃ ভারতে পর্নগ্রাফির ৮৫৭টি সাইট বন্ধ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের এ সাইটগুলো থেকে দূরে রাখার চেষ্টায় এ পদক্ষেপ নেয়া হয়।

সূত্রের খবর, উত্তরাখণ্ড হাইকোর্টের দেওয়া রায়কে অনুসরণ করেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে উত্তরাখণ্ড হাইকোর্ট ৮৫৭টি ওয়েবসাইটকে বন্ধ করার কথা জানিয়েছিল। যার মধ্যে ৩০টি পোর্টালে কোন রকম পর্নগ্রাফিক কনটেন্ট খুঁজে পায়নি ভারতের মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি।

এরপরই পাস হওয়া অর্ডারের তালিকাতে থাকা বাকি ৮২৭টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় ডিপার্টমেন্ট অব টেলিকমকে।

ভারতের ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের একটি অর্ডারে ডিপার্টমেন্ট অব টেলিকম জানিয়েছে, Meity এবং হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী ৮২৭টি পর্ন ওয়েবসাইটকে বন্ধ করার কথা বলা হয়েছে। হাইকোর্টের অর্ডারটি ইস্যু করা হয়েছিল গত ২৭ সেপ্টেম্বর।

এর আগেও পর্নসাইট বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, তা পুরো মাত্রায় সাফল্য পায়নি ভারত সরকার। তবে ভারত সরকারের এই নতুন সিদ্ধান্ত কতখানি কার্যকর হবে এখন সেটাই দেখার বিষয়।

খুব কম বয়সেই অনেকের মধ্যে পর্ন সাইটে আসক্তি তৈরি হতে দেখা গেছে। আর, তা থেকে অপরাধমূলক কাজের প্রবণতামূলক ঘটনাও নেহাত কম নয়। তাই, সব কিছুকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্তটি নিয়েছে ভারত সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com