বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

আগৈলঝাড়ায় লক্ষ্মী দশহরা ও মেলা : প্রথম স্থান অধিকারী অসিম কীর্ত্তনীয়া পেলেন- স্বর্ণের নৌকা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৫০৮

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী লক্ষ্মী পূজা পরবর্তী শ্রী শ্রী লক্ষ্মী দশহরা ও মেলা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ বারের দশহরায় আগত ১৭টি লক্ষ্মী প্রতিমা’র মধ্যে প্রতিযোগীতার ভিত্তিতে প্রথমস্থান অধিকারী লক্ষ্মী প্রতিমাকে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ্’র (এমপি) পক্ষ থেকে সোনার নৌকা প্রদান করা হয়েছে। প্রথম স্থান অধিকারী উপজেলা জলিরপাড় গ্রামের পূজারী অসিম কীর্ত্তনীয়ার হাতে স্বর্ণের নৌকা তুলে দেন অতিথিরা ২য় স্থান অর্জনকারী লক্ষ্মী প্রতিমা’র পূজারী উপজেলার কোদালধোয়া গ্রামের দশরথ ওঝা’র হাতে ২১” রঙ্গিন টেলিভিশন ও ৩য় স্থান অর্জনকারী লক্ষ্মী প্রতিমা’র পূজারী একই গ্রামের জগদিশ হালদারের হাতে ১৪” রঙ্গিন টেলিভিশন তুলে দেন অতিথীবৃন্দ। বাকী ১৪টি লক্ষ্মী প্রতিমা’র পূজারীদের মধ্যে সান্তনা পুরুস্কার হিসেবে প্রত্যেকে ১টি করে মোবাইল ফোন প্রদান করা হয়। এছারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্ণেড, বাঁশি ও আরতী প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।
শুক্রবার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে শ্রী শ্রী লক্ষ্মী দশহরা উপলক্ষে মেলায় নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র, কাঠের তৈরি আসবাবপত্র, সৌখিন ও বাহারী খেলনার হরেক রকম পশরা সাজিয়ে বসেছিল দোকানিরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ’র সভাপতিত্বে কলেজ মাঠের স্বাধীনতা মঞ্চে পুরুস্কার বিতরনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপ চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com