শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

বাগেরহাট-৪ আসনে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা

বাগেরহাট-৪ আসনে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা

মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট প্রতিনিধি) ঃ দীর্ঘদিনের চলমান গ্রুপিং সহ সকল প্রকার জটিলতার অবসান ঘটিয়ে শরণখোলা উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে গনসংযোগ, উঠান বৈঠকে অংশগ্রহণ করায় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।
সংসদীয় আসন-৯৮, বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনটিতে স্বাধীনতা পরবর্তী বিগত সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী মরহুম আঃ লতিফ খাঁন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর সাবেক কৃষিমন্ত্রী শেখ আঃ আজিজ, ও বর্তমান সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন (১৯৯৬, ২০০৮, ২০১৪) জামায়াত ইসলামীর মুফতি মাওঃ আঃ সাত্তার আকন (১৯৯১ ও ২০০১) এবং জাতীয় পার্টির ডঃ মিয়া আব্বাস উদ্দিন (১৯৮৬), জয়লাভ করলেও আরেক প্রধান রাজনৈতিক দল বি.এন.পি থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি তবে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী তৎকালীন বি.এন.পি সরকারের একতরফা নির্বাচনে জয়লাভ করলেও সরকার গঠণ আলোর মূখ দেখতে পায়নি সুতরাং এ আসনটির মূল দাবীদার আওয়ামীলীগ ও জামায়াত ইসলামী। আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (মহাজোট) প্রার্থী সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেনকে পুনঃরায় বিজয়ী করার লক্ষ্যে সরকারের উন্নয়ণ মূলক কর্মকান্ড প্রচার সহ ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করছেন ঐক্যবদ্ধ আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল জানান, গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত শরণখোলা উপজেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু সহ জেলা নেতৃবৃন্ধ এবং দলের অন্যান্য মনোনয়ণ প্রত্যাশীদের উপস্থিতিতে দীর্ঘ দিনের চলমান দ্বিধা-বিভক্তি, কোন্দল, বিভেদ ও সকল প্রকার জটিলতার অবসান ঘটায় গণসংযোগ, কর্মীসভা ও উঠান বৈঠক সহ নির্বাচনী কর্মকান্ড চলামান থাকায় নির্বাচনী মাঠে অবস্থান করছে আওয়ামীলীগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com