শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৫ গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত খেলনায় বিপজ্জনক মাত্রার সীসা: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ফ্রি ইন্টারনেট ডে’ আজ, যেভাবে বিনামূল্যে পাবেন ১ জিবি জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, বেতন ফেরতের নির্দেশ ভূয়া জুলাই যোদ্ধা গেজেটভূক্ত হওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন লালমনিরহাটে নার্সারী বাগান করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি রওশনের

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি রওশনের

ডেস্ক রিপোর্ট:

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান সংসদ সদস্য (এমপি) রওশন এরশাদ।

সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি প্রধানমন্ত্রী পূরণ করবেন-এমন প্রত্যাশা করে গত সংসদের বিরোধী দলের নেতা রওশন বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ান। আশা করছি প্রধানমন্ত্রী এটা করবেন। প্রধানমন্ত্রী মমতাময়ী মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন মমতাময়ী মায়ের মন।

একই সঙ্গে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ পুর্নবহালের দাবিও জানান তিনি। তরুণ ও যুব সমাজের অবক্ষয় ঠেকাতে রাত ১২টার পর ফেসবুক বন্ধ করারও আহ্বান জানান রওশন এরশাদ।

বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রশংসা করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির এই নেতা বলেন, মন্ত্রিসভায় চমক থাকবে, তবে এতবড় চমক থাকবে ভাবতে পারিনি। আমরা এই মন্ত্রিসভায় খুশি। এবারের মন্ত্রিসভা দেখে মনে হয়েছে দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একঝাঁক পায়রা আকাশে উড়িয়ে দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে রওশন বলেন, তার (জয়) জন্য দোয়া করি। সে ডিজিটাল দেশ গঠনে ভূমিকা রাখছে। প্রত্যাশা করি ভবিষ্যতে সে দেশের নেতৃত্ব দিবে।

সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে জানিয়ে রওশন বলেন, আশা করি অচিরেই তিনি সংসদে যোগ দিতে পারবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।

দশম জাতীয় সংসদেও জাতীয় পার্টির বিরোধী দল থাকার কথা উল্লেখ করে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, গত দশম সংসদে যেভাবে আমরা ভূমিকা রেখেছি- আমি মনে করি স্বাধীনতার পরে এভাবে এত সুন্দরভাবে কোনো সংসদ চলেনি। আপনারা দেখেছেন- অতীতে যখনই কোনো সরকার উন্নয়ন পদক্ষেপ নিত বিরোধী দল বাধা দিত। দশম পার্লামেন্টে আমরা সরকারের প্রতিটি উন্নয়ন কাজে সহযোগিতা করেছি। উন্নয়ন কাজে বিরোধী দল জাতীয় পার্টি এই সংসদেও সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি।

ময়মনসিংহ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ২০৪১ সালে যাতে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হতে পারে- সেভাবে আমরা সরকারকে সহযোগিতা করবো। যাতে দেশ সত্যিকারে উন্নত ও সমৃদ্ধ হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com