শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
নতুন বছর উইকিলিকসের প্রতিষ্ঠাতার জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারে। এমনটাই জানাচ্ছেন ব্রিটেনের আইনজীবীরা। তাদের মতে জুলিয়ান আসাঞ্জের গ্রেফতারি পরোয়ানা বাতিল আবেদন ব্রিটেনের আদালত গ্রহণ করলে তিনি ইকুয়েডর দূতাবাস থেকে বের হয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।
প্রসঙ্গত, আসাঞ্জ আদালতের দেয়া জামিনের শর্ত ভঙ্গ করেছেন এমন অভিযোগে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতে মামলা করেন আসাঞ্জ। যার শুনানি এখন চলছে।
২০১২ সালে আসাঞ্জের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ ওঠে। তখন আসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করার চেষ্টা চালায় ব্রিটেন। সেই হস্তান্তর এড়াতে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন আসাঞ্জ। উইকিলিকসের প্রতিষ্ঠাতা মনে করেছিলেন যুক্তরাষ্ট্রে হাতে তুলে দেয়ার উদ্দেশে তাকে সুইডেনে হস্তান্তর করা হচ্ছে।
আসাঞ্জের অনুমান মিথ্যা ছিল না। সেটা বোঝা গেছে সুইডেনের আচরণে। কারণ কিছুদিন পর সুইডিশ সরকার আসাঞ্জের বিরুদ্ধে আনা নারী ধর্ষণের অভিযোগটি উঠিয়ে নেয়। কিন্তু ব্রিটিশ সরকার আসাঞ্জের বিরুদ্ধে জামিন ভঙ্গের অভিযোগটি তুলে নেয়নি। আসাঞ্জের আইনজীবীরা এখন ব্রিটিশ আদালতকে বোঝানোর চেষ্টা করছে তাদের মক্কেল যে কারণে এই জামিনের শর্ত ভঙ্গ করেছেন সেটা সঠিক ছিল। ধর্ষণের কারণে তার বিরুদ্ধে ব্রিটেন গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এখন যেহেতু ধর্ষণের অভিযোগটি আর নেই সে কারণে গ্রেফতারি পরোয়ানাটা বাতিল হওয়া উচিৎ বলে মনে করেন তারা।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গোপন তার বার্তা প্রকাশ করে দিয়েছিলেন জুলিয়ান আসাঞ্জ। যার জন্য তাকে যুক্তরাষ্ট্র সরকারের কোপে পড়তে হয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের খবর ছিল এসব তার বার্তায়। সূত্র : আরটি