বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও রেলগেটের কাছে কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ২ ঘণ্টার প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের উপপরিচালক দিলীপ কুমার ঘোষ বলেন, ‘রাত ৩টার দিকে আমরা ঘটনাস্থলে হাজির হই। আগুন বড় ছিল। ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসে। চতুর্দিক থেকে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।