শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষ ও পশু-পাখির সুপেয় পানির চাহিদা মিটাতে পর্যাপ্ত পুকুর খনন করে দেয়া হবে। এছাড়া বিশেষ করে মোংলা এলাকার নদী ভাঙ্গন রোধসহ জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলায় সকল ধরণের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সুন্দরবন ও মোংলা বন্দর আগের চেয়ে এখন অনেক ভাল অবস্থানে আছে। এই মোংলা এক সময়ে মৃত প্রায় ছিল, সেই মৃত বন্দরকে জীবন দান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা সেতু হয়ে গেলে এর সুফল শুধু মোংলাই নয় সারাদেশই ভোগ করবে।
এ মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব ড.নুরুল কাদিও, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বনবিভাগের খুলনাঞ্চর বন সংরক্ষক মো: আমির হোসাইন চৌধুরী, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) জোনাল কমান্ডার মিনারুল হক, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, মো: ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।