বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
ডেস্ক নিউজ: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা ইটাভাটায় কাজ করতেন।আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ট্রাকটি গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গবতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে নির্মাণ শ্রমিকদের একটি ঝুপরিতে ঢুকে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে ৪ জনের লাশ উদ্ধার করে। দুজনকে পাঠানো হয় হাসপাতালে।