শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ হৃত্বিক সুজানের বিচ্ছেদ হয়েছে বহু বছর হলো। যদিও বিচ্ছেদের পরেও দুই সন্তান রেহান ও হৃদানের কথা ভেবেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন হৃত্বিক-সুজান।সম্প্রতি একটি সাক্ষাত্কারে সুজান খান জানান, হৃত্বিক তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। বিবাহিত না থেকেও তারা খুবই ভালো বন্ধু। হৃত্বিকের সঙ্গে সেই সম্পর্ক তাঁর কাছে খুবই পবিত্র এবং এই কারণেই তিনি কখনও মন খারাপ অথবা একাকীত্বে ভোগেন না।
দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অকপটে সুজান জানান, দুই ছেলে যদি একবার ঠিক করে ফেলে কিছু করবে বলে, তাহলে সেই সিদ্ধান্ত থেকে তাদের টলানো যায় না। বরং তিনিই এখন দুই ছেলের থেকে এই মনোভাব রপ্ত করার চেষ্টা করছেন।দুই ছেলে তার সঙ্গেই থাকে। ফলে সুজান মনে করেন সিঙ্গল মাদার হিসেবে ছেলেদের কাছে প্রমাণ করা প্রয়োজন হয়ে পড়ে কীভাবে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করে চলতে হয়।