শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহীন-কাওছার কর্মকাণ্ডে তলানিতে স্বদেশ লাইফ কোটচাঁদপুরে জামায়াতের এমপি প্রার্থী মতিয়ার রহমানের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ পল্টন থানা হারানো ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, ভ্যাট প্রত্যাহার করেছে সরকার পদ্মা লাইফে নারীদের সাথে ভয়ংকর প্রতারণা দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ সিংড়ায় নির্বাচনী মাঠে রিকশা প্রতীকের জোয়ার গণসংযোগে ব্যস্ত মুফতী রুহুল আমিন মা-মেয়ে হত্যার ঘটনায় পুলিশের ব্রিফিং, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এবার ঢাকার মালিকানা হারালেন শাকিব খান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫

গত আসরে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়ে বেশ আলোচনায় ছিলেন ঢালিউড তারকা শাকিব খান। মাঠে দল প্রত্যাশিত ফল না পেলেও গ্যালারিতে তার উপস্থিতি সমর্থকদের মাঝে দারুণ উত্তেজনা ছড়ায়। ক্রিকেটারদের লেনদেন নিয়েও কোনো বিতর্ক ছিল না; পুরো মৌসুমই তিনি ভালোভাবেই শেষ করেছিলেন।

তবে এবার চিত্র ভিন্ন— ঢাকা ক্যাপিটালসের সেই মালিকানা আর শাকিব খানের হাতে নেই।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে বিপিএলের ক্রিকেটারদের নিলাম হয়। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

গতবার নিলামে ঢাকা ক্যাপিটালসের হয়ে উপস্থিত ছিলেন শাকিব খান। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে।

চলতি মৌসুমে আবারও বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে রোববার কিং খানকে না দেখে অনেকেই তার প্রসঙ্গ তুলেছিলেন। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, এবার দলের সঙ্গে থাকছেন না শাকিব খান। বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজি আরও জানিয়েছে, শাকিব খান এবার ঢাকার সঙ্গে নেই। কারণ আগেরবার ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল রিমার্ক হারল্যান। এবার ঢাকা ক্যাপিটালসের মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস। তারা শাকিব খানকে ঢাকার সঙ্গে সম্পৃক্ত করেছে বলে জানা যায়নি।

গত আসরে বিপিএলের শুরু থেকেই ছিলেন আলোচনায়। সেই আসরের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিব খান। রিমার্ক-হারল্যানের মালিকানায় থাকা নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএলে নামেন তিনি। সেই দলে যুক্ত হয়েছিলেন আরও কয়েকজন তারকা। কিন্তু এ বছর তিনি নেই কেন? এ ব্যাপারে সরাসরি শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করেও সাড়া মেলেনি।

তবে শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, অভিনেতা বেশ আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে এসেছেন। ফলে ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর সম্পৃক্ততা নেই। সুতরাং দলটির বিষয়ে তার কাছে বর্তমানে কোনো তথ্যও নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com