শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে এ্যালানাই এসোসিয়েশন সেমিনার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু বিস্তারের কারণ, প্রতিকার এবং সচেতনতা শীর্ষক এক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ আগষ্ট) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে বিদ্যালয়ের ওআরসি ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েসনের এর আহ্বায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, বাংলাদেশ আ’লীগ এর অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধূরী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি রায় প্রমুখ। ডেঙ্গু বিস্তারের কারণ, প্রতিকার এবং সচেতনতা শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আনোয়ার খশরু পারভেজ।
এছাড়াও ডেঙ্গু সচেতনতা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার ডাঃ নাদিরুল আজিজ চপল। এসময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মোমিনুর রহমান বিশাল সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com