মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কথিত প্রেমিকের সঙ্গে ট্রেনে পঞ্চগড় থেকে ঢাকায় আসার পথে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করা হয় মাদ্রাসাছাত্রী আসমা খাতুনকে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে।
গত ১৯ আগস্ট রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির টয়লেট থেকে আসমার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। আসমা পঞ্চগড় সদরের সিংপাড়া গ্রামের দিনমজুর আবদুর রাজ্জাকের মেয়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদমাধ্যমের খবরে জেনেছি, আসমা পঞ্চগড় থেকে প্রেমিক মারুফ হাসান বাঁধনের সঙ্গে রাজধানীতে এসেছিল। আসার পথে ট্রেনের মধ্যে পালাক্রমে ধর্ষণের শিকার হয় সে। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
তারা বলেন, আমরা আসমা ত্যা ও ধর্ষণের বিচার চাইতে এসেছি। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো বোন ধর্ষিত না হন।
মানববন্ধনে আসমা হত্যা ও ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ঢাকার পঞ্চগড়বাসীর সভাপতি সাজ্জাদ হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মনা বাবু।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি। সঞ্চালনা করেন মিনহাজ প্রধান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার হিমু, তসলিমা প্রধান, ড. রনিক শামসুজ্জামান,ডা. আহসান ফিরোজ, সফিউল আলম, আবদুস সালাম, খালেদ শামস প্রধান রুম্মান, মেহেদী হাসান বাবলা, মুক্তাপ্রধান, অন্তু, তুষার, জুলফিকার, নয়ন তানভীরুল বারি, সাইদুর, ফেরদৌস, সুমন, যুক্তি, বিমল প্রমুখ।