মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোকন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রোকন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় মাদকের একটি বড় চালান বেচাকেনা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে রোকনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। তিনি জানান, নিহত ব্যক্তি দর্শনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে দামুড়হুদা মডেল থানায় মাদক-ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে।