শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

মাধবপুরে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর ২য় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-পরিচালক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র এএসপি মোঃ নাজিম উদ্দিন। কাওছার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এইচ এম ইসলাম এবং গীতা পাঠ করেন দীপক পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও আদাঐর ইউ/পির চেয়াম্যান মোঃ ফারুক পাঠান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইন্সপেক্টর গোলাম দস্তগীর, প্রেসক্লাবের সেক্রেটারী সাব্বির হাসান, সাংবাদিক মোহা. অলিদ মিয়া, রোকন উদ্দিন লস্কর, আইয়ূব খান, আওয়ামীলীগ নেতা এরশাদ আলী, ব্যবসায়ী শাহ নেওয়াজ শানু, স্বেচ্ছায় পাগলের চিকিৎসা ও পরিচর্যাকারী হেল্পিং হেন্ডস বিডি এর পরিচালক শামীম আহম্মেদ, আমরা রক্ত সন্ধানী এর নির্বাহী পরিচালক ওয়াহিদুজ্জামান সাগর, সুফল মোদক প্রমূখ। অনুষ্ঠানে সিলেট, নরসিংদী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরসহ বিভিন্ন জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্ধরা অংশগ্রহন করে সকলে মিলে মাদক, যৌতুক ও বাল্য বিবাহ রোধে শপথ করেন। স্বেচ্ছাসেবীদের উপস্থিতি মাধবপুর উপজেলাকে প্রাণবন্ত করে তুলেন। অংশগ্রহনকারীদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক তুলেদেন।

মাধবপুর (হবিগঞ্জ) থেকে মোঃ নজরুল ইসলাম খান 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com