বুধবার, ৩০ Jul ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গপোসাগরের পায়রায় ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ ‘এমভি আরগোর’ ১৪ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে নৌবাহানী।
নৌবাহিনী সদর দপ্তর থেকে জানানো হয়েছে, গত রাতে ১৫২টি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম থেকে ভারতের কলকাতার উদ্যেশে রওয়ানা হয়।
পায়রায় পৌঁছানোর পর হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে দুর্ঘটনা কবলিত হয় জাহাজটি। খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বিএনএফ সাঙ্গু ঘটনাস্থলে পৌঁছে ঐ ১৪ জন নাবিককে উদ্ধার করে পায়রা বন্দরে নিয়ে আসে।
উদ্ধারকৃতরা সবাই বাংলাদেশী। তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে বলেও জানিয়েছে নৌবাহিনী সদর দপ্তর।