বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় মিললো দেড় মাসের শিশু

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় মিললো দেড় মাসের শিশু

নিজস্ব প্রতিবেদক: স্যার ব্যাগের মধ্যে বাচ্চা- চট্টগ্রামের সার্কিট হাউসের সীমানার ভেতরে ৪৫ দিন বয়সী এক শিশুকে ফেলে রেখে গেছে কে বা কারা। শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর একটার দিকে সার্কিট হাউসের পাশের ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় এক পথচারী কান্নার শব্দ শুনতে পান। ‘স্যার, ব্যাগের মধ্যে বাচ্চা কানতেছে।’ পথচারীর আওয়াজ তুললে বিষয়টি সার্কিট হাউসের গেইটে দায়িত্বরত পুলিশেরও নজরে আসে।

এরপর পথচারী এবং পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্য নায়েক দেব রঞ্জন চাকমা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পুলিশের মাধ্যমে উদ্ধার হওয়া শিশুটিকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, প্রফেসর শারমিন ও ডা. পারমিতা শিশুটিকে প্রথম জরুরি চিকিৎসাসেবা দিয়েছেন। প্রায় আধঘণ্টার মতো শিশুটি ব্যাগের মধ্যে বন্দী ছিল।

স্বাভাবিকভাবে তিন মাসের একটি শিশুর জন্য এটি কঠিন পরিস্থিতি ছিল। অনেক ধকল সইতে হয়েছে ছোট্ট শিশুটিকে। তাকে সুস্থ ও স্বাভাবিক করার জন্য যা কিছু করার দরকার আমরা করবো। বিষয়টি চমেক হাসপাতালের পরিচালককে অবহিত করা হয়েছে।

এদিকে দুপুরে এক দম্পতি মেডিকেলে গিয়ে শিশুটির পিতামাতা দাবি করলেও তাদেরকে প্রমাণ উপস্থাপন করতে বলেছে কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com