রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
ইব্রাহিম সুজন নীলফামারী প্রতিনিধিঃ
আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে
বাঙালির আত্মত্যাগের মহিমান্বিত এই দিনে। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর
একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা
শহীদদের। মধ্যরাতের পর মানুষের হৃদয় নিঙরানো ভালবাসার ফুলে ফুলে ছেয়ে যায়
শহীদ মিনার। এদিকে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবনে
জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয় সকাল হতে দুপুর পযর্ন্ত
নীলফামারীর রামগন্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে বেদিতে
বর্ণমালা শিশু বিদ্যা নিকেতন, রামগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওসমান
গনি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, রামগন্জ টেকঃ এন্ড বিএম কলেজ,
ভিশন-২০২১, আবুস যুব উন্নয়ন ক্লাব, টুপামারী ইউনিয়ন ছাত্রলীগ, রামগন্জ
প্রতিবন্ধী স্কুল ও অন্যান সংগঠন মহান একুশের অমর শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দিয়ে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে ভাষা
শহীদদের প্রতি সম্মান জানানো হয় এবং শহীদের আত্নার শান্তি কামনা করে দোয়া
ও মাহফিল করেন। এ সময় বেজে ওঠে অমর একুশের গানের করুণ সুর। এসময় সকলে
গাইছিল করুন সুরের “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি
ভুলিতি পারি—”। প্রভাতফেরী শেষে তারা শহীদ মিনারে সমবেত হয়। এসব সংগঠন
পক্ষে ফুলে ফুলে ভরে দেয়া হয় শহীদ মিনারের বেদি। শিশু থেকে শুরু করে
বিভিন্ন বয়সী মানুষ ফুল নিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানায়। এ ছাড়া
বিভিন্ন স্কুল ও কলেজে চলছে অমর একুশের উপস্থিত বত্তৃক্তা ও রচনা
প্রতিযোগীতা। এছাড়াও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার ও রামগঞ্জ বাজারে
ভ্রাম্যমাণ্য চলচ্চিত্র প্রদর্শনী দেখানো হয়।