রবিবার, ২৭ Jul ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার মেয়েরাই নন, পুরুষরাও করে শুধু আলোচনায় আসে না: কাজল গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের নওগাঁয় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে চিরকুট লিখে কিশোরী আত্মহত্যা  স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪ ৯০ বছরের ঐতিহ্য হোবা ঘোষের রসগোল্লা রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার
ডিমলা বালাপাড়া ইউ.পিতে দুস্থ নারী কর্মীদের লটারীর মাধ্যমে নির্বাচন

ডিমলা বালাপাড়া ইউ.পিতে দুস্থ নারী কর্মীদের লটারীর মাধ্যমে নির্বাচন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নে আজ দুপুর ১২ টা হতে ১ টা পর্যন্ত দুস্থ ও অসহায় নারী কর্মীদের লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচী-৩ (আইআমএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় ডিমলা উপজেলা প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিউল ইসলাম, এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শওকত কবির, আসাদুজ্জামান(মানিক)-হিসাব সহকারী, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, কৃষকলীগের সভাপতি- মোকছেদুল ইসলাম, মহিলা নেত্রী জাহানারা বেগম সহ উক্ত ইউনিয়নের ইউ.পি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যাগণ উপস্থিত ছিলেন। ৯টি ওয়ার্ডে প্রায় শতাধিক দুস্থ বিধবা নারীদের অংশগ্রহনে লোটারীর মাধ্যমে উন্মক্ত ১০ জন নারী কর্মীকে নির্বাচিত করা হয় এবং অপেক্ষমান আরও ১০ জন নারীকে আওতাভূক্ত করা হয়েছে। যদি কোন ব্যক্তি ভুল তথ্য দিয়ে বিজয়ী হয় তবে তদন্ত সাপেক্ষে তাকে বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে নাম নেওয়া হবে। তবে ৯টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের নির্বাচনী কার্যক্রম বর্তমান সাময়িক ভাবে বন্ধ আছে। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন-এই লোটারীর মাধ্যমে আওতায় শুধু তারাই থাকবে যারা প্রকৃত গরীব,অসহায়, দুস্থ ও বিধবা নারী এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন- বিজয়ী ব্যক্তিরা উক্ত প্রকল্পে ৪ বছরের জন্য কাজ করার সুযোগ পাবে। তিরি আরও বলেন অপেক্ষাকৃত তালিকায় যে ১০ জনের নাম ঘোষনা করা হয়েছে তারা কখনো কারো প্রভাবিত হয়ে অর্থ লেনদেন করবেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com