শনিবার, ২৬ Jul ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ডিমলা টেপা খড়িবাড়ী ইউ.পিতে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

ডিমলা টেপা খড়িবাড়ী ইউ.পিতে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৯নং টেপা খড়িবাড়ী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই প্রক্রিয়া আজ শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত তিস্তা নদীর ওপারে বাবুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ও টেপা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে বিকাল ৩টা হতে ৫ টা পর্যন্ত একই প্রক্রিয়ায় বাছাই কার্যক্রম হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে-উক্ত ইউ.পি চেয়ারম্যান মইনুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার নুরী আক্তার এবং ইউ.পি সদস্য-সাহেব আলী, আজম খান, ইয়াছিন আলী ও মহিলা সদস্য ফরিদা বেগম, জেলেখা বেগম সহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিজানুর রহমান সহ স্থানীয় সুধিজন। উন্মুক্ত ভাবে বাছাই করে বয়স্ক ভাতা ৫০ জন, বিধবা ভাতা-৪৫ জন ও প্রতিবন্ধী ভাতা-৫৫ জনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করেন। সংক্ষিপ্ত এক আলোচনা উপজেলা নির্বাহী অফিসার বলেন-এই বাছাইয়ের মাধ্যমে যারা আওতায় হয়েছেন তারাই প্রকৃত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী। তাদের জন্য মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহন করেছেন। উক্ত ইউ.পি চেয়ারম্যান মইনুল হক বলেন- পর্যায়ক্রমে সকল বয়স্ক,বিধবা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই তালিকায় অন্তভূক্ত করা বলে জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com