বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নে ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুলে সোনিয়া খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে। বয়স্ক এক ব্যক্তির সাথে বিয়ের আলোচনায় সে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ও প্রতিবেশীরা ধারণা করছেন।
আজ মঙ্গলবার দুপুরে তার দাদি ছালেমা দুপুরের ভাত রান্না করে নাতনি সোনিয়াকে খাওয়ার জন্য ডাকতে যান। এ সময় ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান তিনি। প্রতিবেশী কয়েকজন গিয়ে দরজা ভেঙে দেখতে পান সোনিয়া ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আছে। পরে তাকে ধর্ণা থেকে মৃত অবস্থায় নামিয়ে পুলিশে খবর দেন তারা। তার পরনে ছিল সালোয়ার কামিজ।
বিকেল সাড়ে ৩টার দিকে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সজিব রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের সুরতহাল তৈরি ও প্রাথমিক তদন্ত শেষে বিকেল ৫টার দিকে তারা মরদেহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।