বৃহস্পতিবার, ২৪ Jul ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
আবুল বাশার পলাশঃ ময়মনসিংহের নান্দাইল চন্ডিপাশা ইউনিয়ন ধূরুয়া গ্রামে আব্দুস ছালাম এর গেয়াল ঘরে আগুন লেগে সব পুরে ছাই। জানা যায় মশা তারানোর জন্য অসচেতনতা ধোয়ার আগুন থেকেই আনুমানিক রাত ১২.৩০ মিনিটে এই আগুনের উৎপত্তি ঘঠে। তাৎক্ষণিক সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়,ততক্ষণে এলাকা বাসি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘরে থাকা দুইটি গরু যার আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা,দুইটি ছাগল যার মূল্য ২৫০০০ হাজার টাকা,কবুতর ১৮ টি যার মূল্য ৫০০০ হাজার টাকা, দুইটি ঘর সহ সর্বমোট ১,৬০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।