বুধবার, ২৩ Jul ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর করোনা ভাইরাস সংক্রমনের বড় ধরনের ঝুকিতে রয়েছে উপজেলাবাসী।
মাধবপুরের আন্দিউড়া ইউনিয়ন নির্মাণাধীন আকিজ গ্রুপে মাটি ভরাট করার কয়েকটি নামে ঠিকাদারী ওয়ার্ক অর্ডারে মাটি ভরাট করার জন্য এলাকার ফসলী জমি ও সরকারী বিভিন্ন জায়গা থেকে শক্তিশালী ড্রেজারের মাধ্যমে মাটি কাটা হচ্ছে। এসব ড্রেজারে কাজ করতে প্রতিদিন নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ,বরিশাল, ভৈরব ও ব্রাহ্মণবাড়ীয়ার কয়েকশ শ্রমিক আসে। এলাকার মানুষ তাদের কাছ থেকে করোনা সংক্রমনের আশংকায় সবাই ভীত। তারা প্রতিদিন গ্রামের দোকান ও মাধবপুর বাজারে সদাই করতে যায়। তাদের সংস্পর্শে এলাকার মানুষ প্রতিদিন আসছে।
জানা যায়,উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা ও মীরনগর এলাকায় ১০/১২ টি ড্রেজার মেশিনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ভৈরব,বরিশাল ও ব্রাহ্মণবাড়ীয়ার কয়েক’শ শ্রমিক কাজ করে।তারা মাধবপুর হাট বাজার ও পেট্রোল পাম্পে তৈল আনতে যায়।বর্তমান করোনা ঝুকিতে মাধবপুর পৌরসভাসহ উপজেলার লোকজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান এর সরকারী ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বর্তমানে সারা বাংলাদেশে যখন এক জেলার মানুষ অন্য জেলায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে মাধবপুরে তার কোন কিছুই চোখে পড়ছে না।